বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ২০% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরস শেয়ারহোল্ডারদের জন্য ২০১৫ সালে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভার অনুমোদনসাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে ১৯ এপ্রিল ২০১৬ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টরসের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের ডাইরেক্টরগণ ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান এতে উপস্থিত ছিলেন। সভায় ৩১ ডিসেম্বর ২০১৫-এ সমাপ্ত বছরের লাভ-লোকসান ও ব্যালেন্সশিট অনুমোদন করা হয়। আগামী ২ জুন ২০১৬ ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের ডিভিডেন্ডের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মে, ২০১৬। সভায় ব্যাংকের মুদারাবা পারপিচুয়াল বন্ডের জন্য ২০১৫ সালে মুনাফার হার ১০.৩৪ শতাংশ ঘোষণা করা হয়। ৮ বছর মেয়াদি মুদারাবা সঞ্চয়ী বন্ডের মুনাফা ৮.৩৪ শতাংশের সাথে প্রস্তাবিত ডিভিডেন্ডের হারের ২ শতাংশ যোগ করে মুদারাবা পারপিচুয়াল বন্ডের বার্ষিক মুনাফা নির্ধারণ করা হয়। ব্যাংকের বার্ষিক সাধারণ সভার দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে বন্ডের মুনাফা বণ্টন করা হবে। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং কতিপয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিকনির্দেশনা দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন