শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী রোগীদের ফ্রি চিকিৎসা দিল ইনসাফ বারাকাহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ উপলক্ষে সকল পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে। অনেকে ৯০০ টাকার প্যাকেজে হেলথ চেক-আপ (সিবিসি. সিরাম ক্রিরেয়েটিনিন, ইউরিন আর/ই,আরবিএস, হোল এবডোমেন আল্ট্রাসনো) এর সুবিধা নিয়েছেন।
সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩২৫ জনকে চিকিৎসা পরামর্শ দেয়া হয়। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম। রোগীদের চিকিৎসা পরামর্শ দেন প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম, প্রফেসর ডা. মোঃ আব্দুল মান্নান খান, প্রফেসর ডা. মোঃ ফিরোজ খান, প্রফেসর ডাঃ মাজহারুল হক খান, প্রফেসর ডা. মোঃ দৌলতুজ্জামান, ডা. মেহেরুন নেসা, ডা. মোঃ খোরশেদ আলম, ডা. একেএ ওয়াহাব, ডা. মো মতিউর রহমান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন