নগরীর ইপিজেড থানার রেলগেট এলাকায় এক অগ্নিকাÐে চারটি বস্তির ১১৭টি ঘর পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। গতকাল বুধবার ভোরে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি প্রায় সাতঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আগুনে রেলগেট এলাকার মুন্সি কলোনি, মোক্তার কলোনি, বাদল কলোনি ও দিলুনির কলোনির এক কক্ষ বিশিষ্ট মোট ১১৭টি কাঁচা ঘর পুড়ে গেছে। আলমগীর নামের এক চা দোকানির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। রেলের জমিতে অবৈধভাবে এসব বস্তি গড়ে তোলা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন