সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মওদুদ বললেন নতুন প্রজন্ম আ.লীগকে ভোট দিবে না

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের দমননীতির কারণে আগামী ৫০ বছর নতুন প্রজন্ম আওয়ামী লীগকে ভোট দিবে না। পুলিশ ও ছাত্রলীগ ক্যাডাররা কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। এমনকি সমবেদনা জানানোর জন্য আসা শিক্ষক ও অভিভাবকদের ওপরও হামলা চালানো হয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের তার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। তিনি আারো বলেন, গত ৩-৪ বছর যাবত আমার নির্বাচনী এলাকায় কোনো স্থানে আমাকে যেতে দেওয়া হয়নি। গত রমজান মাসে ইফতার মাহফিলেও আমাকে অংশগ্রহণ করতে দেয়নি। পবিত্র ঈদের দিন আমার ৪০ বছরের ঐতিহ্য অনুসারে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে বের হয়েছিলাম। সেদিনও আমার বাড়ির সামনে পুলিশের গাড়ি রেখে রাস্তা বøক করে দেয়। পুলিশ বলেছে, মন্ত্রী মহোদয় ও উপরের নির্দেশ আছে আপনি যেতে পারবেন না। আজও নেতাকর্মীদেরকে আমার সাথে দেখা করতে দিচ্ছে না।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, চরহাজারী ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রনেতা আতোয়ার হোসেন পাবেল ও হোসেন মোঃ এরশাদ প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
আবুল হোসেন ভূইয়া ১৭ আগস্ট, ২০১৮, ১:২২ এএম says : 0
আওয়ামীলীগের চিন্তা করে লাভ নাই নিজের দলের চিন্তা করেন।
Total Reply(0)
১৭ আগস্ট, ২০১৮, ১২:৪৯ পিএম says : 0
Gulshaner Bari harea brean thik nai. So, please uner kotha seriously neban na.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন