ইন্ডিয়ার আসামে ৪০ লক্ষ বাংলাভাষীর নাগরিকত্ব বাতিল ও বিতাড়নের চক্রান্তের প্রতিবাদ এবং পূণর্বহালের দাবিতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ ঢাকা মহানগর শাখার উদ্যোগে ঢাকা প্রেস ক্লাব প্রাঙ্গনে আজ এক বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জনাব শেখ রায়হান রাহবার।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তাগণ বলেন, রাষ্ট্র সবার এবং নাগরিকত্ব মানবাধিকার যা হরণ ও বিতাড়নের অধিকার কারো নেই। তাঁরা বলেন, একক গোষ্টিবাদি অপরাজনীতির মাধ্যমে স্রষ্টা প্রদত্ত সব মানুষের প্রাকৃতিক নাগরিকত্ব অস্বীকার করে স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্র সব মানুষের, এক ধর্ম এক জাতির নয়, একক গোষ্ঠিবাদি অপরাজনীতি ও রাষ্ট্র মানবতার বিরুদ্ধে অপরাধ। নেতৃবৃন্দ বলেন, একমাত্র মানবতার রাজনীতি ও সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থাই সব সংকটের সমাধান ও সব মানুষের অধিকার-স্বাধীনতা-মর্যাদার ভিত্তিতে নিরাপদ-প্রগতিশীল জীবন এবং শান্তিময় সর্বকল্যাণময় রাষ্ট্র ও দুনিয়া গড়ে তোলার পথ। মানবন্ধনে ধর্মের নামে অধর্ম ও উগ্রবাদি জাতীয়তাবাদি অপরাজনীতির স্বৈরদস্যুতা থেকে অস্তিত্ব রক্ষায় মানবতায় বিশ্বাসী সব মানুষকে সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক দুনিয়া গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন