শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৩ মাস মাঠের বাইরে ডি ব্রূইনে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

লিগ মৌসুম শুরু না হতেই বড় একটা ধাক্কা খেলো ম্যানচেস্টার সিটি। গেল মৌসুমে দলটির লিগ জয়ে অগ্রণী ভূমিকা রাখা কেভিন ডি ব্রæইনে মারাত্মক চোট পেয়েছেন হাঁটুতে। এজন্য আগামী তিন মাস মাঠের বাইরে থাকতে হবে বেলজিয়ান মিডফিল্ডারকে।
লিগের প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের জয়ের দিন বদলি হিসেবে মাঠে নামেন ডি ব্রূইনে। বুধবার অনুশীলনে আঘাত পান ২৭ বছর বয়সী। সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডান হাটুর লিগামেন্টে চোট ধরা পড়েছে। এজন্য অবশ্য অস্ত্রোপচারের দরকার নেই বলেও জানায় সিটি। ২০১৬ সালেও একই হাটুতে আঘাত পেয়ে ১২ ম্যাচ মাঠের বাইরে চিলেন তিনি। এবারো চোটের কারণে লিভারপুল, টটেনহাম, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেসহ চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না রাশিয়া বিশ্বকাপের তৃতীয়স্থানধারী দলের গুরুত্বপূর্ণ সদস্য ডি ব্রূইনে। তাকে হারানো দলের জন্য ‘বড় শূন্যতা’ ও দলে তার স্থান ‘অপূরণীয়’ বলে মন্তব্য করেছেন কোচ পেপ গার্দিওলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন