বিএনপি নতুন করে ষড়যন্ত্রের খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির নেতাদের উদ্দেশ্য তিনি বলেন, ‘জেলে যাচ্ছেন না বলে বড় বড় কথা বলছেন। নতুন করে ষড়যন্ত্রের খেলা শুরু হয়েছে। বিদেশিদের কাছে যাচ্ছেন। বড়-বড় কথা বলছেন। মানুষের শক্তি কমে গেলে গলার জোড় বেড়ে যায়। কথা বলতে বলতে লাগাম ছাড়া হয়ে গেছে তারা (বিএনপি)।’
শুক্রবার (১৭ আগষ্ট) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ১৭ আগষ্ট বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, যারা ঢাকা কে এবং বাংলাদেশকে অচল করে দিতে চান, তারা নিজেরাই অচল হয়ে যাবেন। বিএনপি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে তাদের নেতা কর্মী ঢুকিয়ে দিয়ে ষড়যন্ত্র করে সরকার পতনের চেষ্টায় ছিল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে আবার স্বাধীন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন বক্তব্য কি রাষ্ট্রাদ্রহের সামিল নয়? এদের কে বিচার করলে কি ভুল হবে?
দেশের গণতন্ত্র নেই বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রতিক্রিয়ায় কাদের বলেন, দেশে গনতন্ত্র না থাকলে বৈঠক করেন কিভাবে, মিথ্যাচার করেন কিভাবে? দেশের মধ্যে ষড়যন্ত্র করে এখনো বুক ফুলিয়ে হাঁটেন কিভাবে? শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অবার বিএনপি ষড়যন্ত্র সৃষ্টি করার চেষ্টা করছে।
বিএনপি এখন দানব পার্টি। তারা সাম্প্রদায়িক অপশক্তির দানবের রুপে ষড়যন্ত্র করে শান্তির দেশ কে অশান্তি করতে চায়। দানবিয় অপশক্তি হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।এ সাম্প্রদায়িক শক্তিকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
পাকিস্তানের বর্তমান সরকার ইমরান খান জয়ী হয়েছে বলে বেশি খুশি হয়েছেন, বেশি খুশি হওয়া ভালো না উল্লেখ করে বলেন, ইমরান খান কে দেখে বেশি খুশি হয়ে, এক এগারোর মত পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন, হবে না, জনগণ আপনাদের কে করতে দিবে না।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন