শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কাবা শরীফ নিয়ে পোষ্ট : গ্রেফতার ১

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে ছবি পোষ্ট করার অভিযোগে কালীগঞ্জ থেকে শ্যামল কুমার (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শ্যামল পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। সে কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামের রবিন কুমার মন্ডলের ছেলে। শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে অভিযোগ পবিত্র মক্কার ছবিতে হিন্দু দেবদেবীর ছবি বসিয়ে তা ফেসবুকে প্রকাশ করে। ত্রিলোচানপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা জানান, শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী দেখতে পারে শ্যামল কুমার তার ফেসবুক আইডিতে মুসলমানদের পবিত্র নগরী মক্কার ছবির ওপর ফটোশপের মাধ্যমে হিন্দুদের দেবদেবীর ছবি জুড়ে তা ফেসবুকে ছাড়ে। এ ঘটনার পর রাত ৯ টার দিকে স্থানীয় শতাধিক যুবক শ্যামলের বাড়িতে যায়। তিনি ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথে সাথে পুলিশকে জানান। এরপর পুলিশ শ্যামলকে রাতেই কালীগঞ্জ শহর থেকে আটক করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ধমীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে শ্যামল কুমারকে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে সাইবার ক্রাইম দমন আইনে মামলা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খবরের সত্যতা স্বীকার করে বলেন, শ্যামল কুমারের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন