রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ বইটি অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র -মাওলানা আবদুল লতিফ নেজামী

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী ‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ নামক বইয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐশীগ্রন্থ পবিত্র কোরআনের কতিপয় আয়াত সম্পর্কে ডা. কালিদাস বৈদ্যের অপব্যাখ্যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেছেন যে, মুক্তিযুদ্ধকালে মুসলমানদের হাতে ত্রিশ লাখ সংখ্যালঘু হিন্দুর প্রাণহানী, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, মালামাল লুণ্ঠন, নারী নির্যাতন ও ধর্ষিত হওয়ার তথ্য মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মুক্তিযুদ্ধে শুধু ত্রিশ লাখ হিন্দু নিহত হওয়ার আজগুবি খবর গোয়েবলসকেও হার মানিয়েছে। তিনি বলেন, দেশ, কাল, সমাজ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, মানুষ ও মানবহিতৈষণা প্রভৃতি বিষয়ে চিন্তা-ভাবনা যাদের স্বাভাবিক প্রবণতা, তাঁরা অবশ্যই এ বই পড়ে বিস্মিত ও স্তম্ভিত হবেন। যারা দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনায় নিয়োজিত তাঁরা এ বই পড়ে উপলব্ধি করতে পারবেন বাংলাদেশ সম্পর্কে এ বইয়ের লেখকের অসৎ চিন্তা-ভাবনার মর্ম। বাংলাদেশ কেন্দ্রিক রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনৈক্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্যে লেখকের নিবিড় ষড়যন্ত্রমূলক চিন্তা-ভাবনার নগ্ন প্রকাশ ঘটেছে এ বইয়ে। বৈদ্যের অসৎ উদ্দেশ্য সম্বলিত অন্তরের তীব্র তাগিদেই যে এ বইটি লিখিত, তা আর বলার অপেক্ষা রাখে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন