শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধামরাইয়ে মলম পার্টির ৭ সদস্য আটক

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ৪:৩৫ পিএম

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মলম পার্টি ও ডাকাত দলের সর্দারসহ ৭ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম লোহার রড,রামদা,হ্যাকস ব্লেডসহ অজ্ঞান করার মলম উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ভোররাতে ও রবিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই কচমচ এলাকাসহ ভিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো রিপন(২৮),পাপন(৩৫),সাহেব আলী(৬০),আনোয়ার(৩০),চুন্নু মিয়া(৪৫),ইব্রাহিম(২৪)ও মুজিবর(৩০)। প্রত্যেকের গ্রামের বাড়ি দেশের বিভিন্ন জেলায় হলে ও থাকে মিরপুর-১ বস্তিতে ও সাভারের আমিন বাজার এলাকায়।
জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কচমচ এলাকায় রবিবার রাতে যাত্রীবাহি বাসে এক যাত্রীকে মলম লাগিয়ে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় মলম পার্টির সদস্যরা। এসময় অন্য যাত্রীকে মলম লাগাতে গেলে ধস্তাদস্তী হলে বিষয়টি টের পেয়ে মহাসড়কে টহলরত পুলিশ থানার এস আই জহুরুল ইসলাম মলম পার্টির সদস্য ইব্রাহিমকে আটক করে। পরে ইব্রহিমের স্বীকারোক্তিতে অন্যন্যদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা হয়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ রিজাউল হক বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষার জন্য আমরা সর্বক্ষণিক তৎপর আছি। ফলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মলমপার্টির সক্রিয় ৭সদস্য আটক করতে সক্ষম হয়েছি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন