শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাউজানে জাল নোটসহ ২ জন আটক

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ৭:৪৫ পিএম

রাউজান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জালনোট সহ ২ যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে রাউজান পৌর সদরের শাহনগর সড়ক থেকে জাল নোট সহ দুজনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক তরুন চাকমা জানান, গোপনে খবর পেয়ে সোমবার দুপুর ১২ টার দিকে শাহনগর সড়কে সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান নিই। আটককৃতরা মোটরসাইকেলযোগে আসার পথে তাদের চ্যালেঞ্জ করে তল্লাশি চালালে প্রথমে মানিব্যাগে ১টি একহাজার টাকার জালনোট, পরে তাদের স্বীকারোক্তিতে ইউএনও স্যারের সি সি ক্যামরার সাহায্য নিয়ে ধানী জমিতে ফেলে দেওয়া সিগারেটের প্যাকেটের ভিতর থেকে আরো ৫টি হাজারী জালনোট উদ্ধার করি। আটককৃতরা হলেন রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাপলাঙ্গা গ্রামের মৃত ওমরা মিয়ার পুত্র সোহেল (২৫) ও হলদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এয়াছিন্নগর গ্রামের আবু তালুকদার বাড়ীর মৃত ইউনুছ মিয়ার ছেলে জয়নাল আবেদীন (২৬)। রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন