নগরীর চৌমুহনী কর্ণফুলী মার্কেট গেইটের সামনে থেকে জাল নোটসহ এক ব্যক্তিকে
গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ । গ্রেফতার শাহ আলম (৬৫) জালিয়াত চক্রের সঙ্গে জড়িত বলে জানান পুলিশ কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক লাখ ৪৭ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন বলেন, ডবলমুরিং থানাধীন চৌমুহনী কর্ণফুলী মার্কেট গেইটের সামনে থেকে শাহ আলম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার নোট ১০০টি এবং ৫শ’ টাকার নোট ৯৪টি মিলিয়ে মোট এক লাখ ৪৭ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন