শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এমএ আজিজে ফিরছে ক্রিকেট

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

আন্তর্জাতিক ক্রিকেট অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের বেশ কয়েকটি ম্যাচ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তাই মাঠকে প্রস্তুত করতে হচ্ছে। ইতোমধ্যে মাঠের কাজ শুরু হয়ে গেছে। আপাতত চলছে পিচের কাজ। ঈদের পরে পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট এশিয়ান ইমাজিং কাপ অনুষ্ঠিত হয়েছিল এমএ আজিজ স্টেডিয়ামে। এবার শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এ মাঠ থেকে বাংলাদেশ ক্রিকেট দল ২০০৫ সালে প্রথম টেস্ট জয় পেয়েছিল। সেই টেস্ট জয়ের সুখকর স্মৃতি আজও চট্টগ্রামবাসী হৃদয়ে ধারণ করে রেখেছে। বাংলাদেশ দলের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। শুধু টেস্ট জয় নয়, জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচেও জয় পেয়েছিল। এরপর এ মাঠ থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনেকটা নির্বাসিত হয়ে চট্টগ্রামের অপর ভেন্যু জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে স্থান পায়। ফলে এমএ আজিজ স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট হয়ে পড়ে অনিয়মিত। এ মাঠে ঘরোয়া ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা হয়ে থাকে। ফলে এ মাঠ আন্তর্জাতিক ক্রিকেট উপযোগী নয়। তাই মাঠকে ক্রিকেট উপযোগী করতে বিসিবি মাঠের কাজে হাত দিয়েছে। দুইটি গ্রুপে ভাগ হয়ে আয়োজক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও হংকং অংশ নেবে। খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে চারটি ভেন্যু জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, এমএ আজিজ স্টেডিয়াম, কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও একাডেমী মাঠ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন