শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

কক্সবাজারে ‘গার্লস অন দ্য গো-বাংলাদেশ’ ট্রিপ

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশ্বের নামকরা হেয়ার রিমুভাল ব্র্যান্ড ভিটের সৌজন্যে সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘গার্লস অন দ্য গো-বাংলাদেশ’ ক্যাম্পেইনের কক্সবাজার ট্রিপ। হাজারও অংশগ্রহণকারীদের মধ্য থেকে বেছে নেওয়া ১১ জন তরুণী এ ট্রিপে যাওয়ার সুযোগ পায়। ট্রিপে তাদের সঙ্গে ছিলেন কানিজ আলমাস খান, তানিয়া আহমেদ, কনা, তাহসান, অর্ণব, মডেল অপ্সরা, সিলভিয়া, মিথিলা, বিউটি ব্লগার আকাফি অনাদি, ফ্যাশন ডিজাইনার শাবনুর আহমেদ, ফেসবুক গ্রুপ পপ অফ কালারের এডমিন জান্নাত মিমসহ অনেকে। এই ইভেন্টে ভিটের নতুন প্যাক উন্মোচন করা হয়। এ উপলক্ষে ঘোষণা করা হয় গার্লস অন দ্যা গো গ্লোবাল কনটেস্ট এর। এতে অংশগ্রহণ করতে চাইলে লগ ইন করতে হবে িি.িাববঃমরৎষংড়হঃযবমড়.পড়স-এ। আপলোড করতে হবে ৪ জন মেয়ের একটি  গ্রুপ ছবি। এ গ্লোবাল কনটেস্টে বিজয়ী গ্রুপ পাবে ইন্দোনেশিয়ার বালি ভ্রমণের সুযোগ। যেখানে সারা বিশ্বের ভিট সেলিব্রেটি শ্রদ্ধা কাপুর ও ক্যাটরিনা কাইফও থাকবেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন