একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি সরাসরি জড়িত অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই মামলার রায় হলে তারা (বিএনপি) নতুন করে রাজনৈতিক সংকটে পড়বে। সেপ্টেম্বরে রায় হওয়ার একটা সম্ভাবনা আছে। এজন্য সবাই খুশি। বিএনপি কেবল অখুশি।’
শুক্রবার (২৪ আগস্ট) সকালে বনানীতে আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এর আগে আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠন ও আইভি রহমানের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে, হাওয়া ভবনের সরাসরি পরিকল্পনা ও নির্দেশনায় সেদিন কিলাররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল।’
রায় হচ্ছে জেনে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এখন এই মামলার রায় হচ্ছে, এজন্য সবাই খুশি। বিএনপি কেবল অখুশি। সেপ্টেম্বরে রায় হওয়ার একটা সম্ভাবনা আছে। এ কথা শুনে বিএনপি চিন্তিত। তারা জড়িত বলে তাদের এই গাত্রদাহ। কারণ রায় বের হলে তারা নতুন করে সংকটে পড়বে। তারা এমনিতেই সংকটে আছে।’
বিএনপি নির্বাচন প্রতিহত করার কথা বলেছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের বলেন, ‘তারা কি প্রতিহত করবে। তারা নির্বাচন প্রতিহত করতে চাইলে জনগণ তাদের প্রতিহত করবে।’
দেরিতে হলেও মামলার রায় বের হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে আইভি রহমানের মেয়ে তানিয়া রহমান বলেন, ‘যারা সত্যিকারের জড়িত সে যেই হোক- বিএনপি হোক, জামায়াতের হোক, তাদের যেন শাস্তি হয়।’
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, একেএম এনামুল হক শামীম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় নেতা মারুফা আক্তার পপি এবং ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন