ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ও ঈদের আগের দিন জামিন পাওয়ার পর মুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবাইকে ঈদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন মডেল ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গত বৃহস্পতিবার নওশাবার স্বামী এহসান রহমান জিয়া নওশাবার ঈদ শুভেচ্ছা ও ধন্যবাদ প্রদান বিষয়ক একটি পোস্ট দেন নিজের ফেসবুক ওয়ালে। নওশাবার ঈদ শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন শিরোনামের পোস্টে তিনি পুলিশ, র্যাব, ডিবিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। নিে পোস্টটি হুবহু তুলে ধরা হলো- দেশের সবাইকে ঈদুল আজহার বিলম্বিত শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, আমাকে ঈদের আগের বিকেলে নিম্ন আদালত জামিন প্রদান করেছেন। এর মধ্য দিয়ে দেশের স্বাধীন বিচার বিভাগ তার মানবিকতার উজ্জ্বল এক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি অভিভূত। আমার আইনজীবীদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। আমার একমাত্র কন্যা প্রকৃতির সাথে ঈদের আনন্দ পরিপূর্ণভাবে অনুভব করার সুযোগ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর উপযুক্ত ভাষা আমার জানা নেই। তিনি বাংলাদেশের ষোল কোটি মানুষের একজন পরীক্ষিত, প্রকৃত ও সুযোগ্য অভিভাবক, এই ভূমিকার বাইরেও তিনি যে একজন মমতাময়ী মা, তা আবারো আমি নিজে একজন মা হিসেবে হৃদয়ের অন্তঃস্থল থেকে বুঝতে পারলাম। নিকট অতীতেও রোহিংগা ইস্যুতে তার মাতৃত্বসুলভ গুনাবলীর অনেক দৃষ্টান্ত তিনি রেখেছেন। পুলিশ, র্যাব, ডিবি, সাইবার ক্রাইম ইউনিট আর কাশিমপুর কারাগারে দায়িত্বরত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা এবং নার্সেরা যারাই আমাকে অনেক প্রফেশন্যালিজম আর সহমর্মিতার সাথে প্রতিটি স্তরে হেফাজত করেছিলেন, তাদের প্রতিও আমার আকুন্ঠ কৃতজ্ঞতা। অভিনয় শিল্পী সমিতির প্রেসিডেন্ট এবং সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ অন্যান্য বিভাগের শিক্ষক-ছাত্রছাত্রী, বিভিন্ন গণমাধ্যমের কর্মী আর বাংলাদেশের সকল শিশুসহ আমার শুভাকাংক্ষীদের বলতে চাই আপনারা যারা বিগত কয়েক সপ্তাহে আমার পরিবারের পাশে থেকেছেন, ক্রমাগত সাহস আর আশ্বাস দিয়েছেন, যার যার ব্যক্তিগত ও পেশাগত অবস্থান থেকে এগিয়ে এসেছেন, তাদের জন্য আমার অনেক ভালবাসা রইল। আপনাদের সবার নিঃস্বার্থ প্রার্থণাতেই আমার মেয়ে প্রকৃতি ঈদের সারাটা দিন তার মাকে কাছে পেয়েছে। পরিশেষে আমি আবারো একান্ত অনুরোধ করে বলতে চাই, যেন জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার চিরায়ত মাতৃত্বসুলভ মমতায় আমার আবেগতাড়িত ও অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। -কাজী নওশাবা আহমেদ। ঢাকা, ২৩ আগস্ট ২০১৮। উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গত ৪ আগস্ট রাতে রাজধানীর উত্তরা থেকে নওশাবাকে গ্রেফতার করা হয় মডেল ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পরে ৫ আগস্ট র্যাব-১-এর ডিএপি আমিরুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭(২) ধারায় উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেন। এ মামলায় তাকে দুই দফা রিমান্ডে নেয়া হয়। পরে ঈদের আগের দিন মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নওশাবাকে জামিন দেন। আগামী ২ অক্টোবর পর্যন্ত তার জামিন বহাল থাকবে। এদিন ওই মামলায় প্রতিবেদন দাখিলের দিনও ধার্য রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন