বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র চালুর জন্য সরকার বিদেশ থেকে কয়লা আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহ নাগাদ বড় পুকুরিয়া কয়লা খনি পুরোদমে চালু হবে। এছাড়া, কয়লা দুর্নীতির ঘটনায় এরই মধ্যে দোষীদের চিহ্নিত করে দুটি তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী।
রোববার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘কয়লা উধাওয়ের ঘটনায় দুটো তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি। কারা জড়িত, কিভাবে উধাও হলো এটার একটি বিস্তারিত রিপোর্ট হয়েছে। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং আমরা আগেও বলেছি, কোনো রকমের দুর্নীতির প্রশ্রয় দেব না। এটা মন্ত্রণালয়ের বিষয় নয়, এটা মন্ত্রণালয়ের অধীনে যে কোম্পানি থাকে অর্থাৎ পেট্রো বাংলার বিষয়।’
তিনি বলেন, ‘আমরা আশা করছি অক্টোবরে আমরা পুরো মাত্রায় চালু করতে পারবো। এখন যে কয়লা উঠছে আস্তে আস্তে এটা বিল্ডআপ হচ্ছে। ৩০০০ হাজার টন হয়তো প্রতিদিন দিতে থাকবে। সেপ্টেম্বরের শেষের দিকে আমরা কয়লা পাবো।'’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন