শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ৪:৪৫ পিএম

আগামী এক বছরের মধ্যে এক হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ আসবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ ছাড়া নভেম্বরে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, উচ্চমূল্যের কারণে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধ রয়েছে। সরকার সাবসিডি দেওয়া বন্ধ করে দিয়েছে। যার কারণে বিদ্যুতের ঘাটতি পূরণে অসুবিধা হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ক্রাইসিস মোমেন্টে অন্য দেশ বিদ্যুতের দাম বাড়িয়েছে। কিন্তু বাংলাদেশ দাম বাড়ায়নি। এ ছাড়া উন্নয়নশীল দেশগুলো ক্রাইসিসকালে কয়লায় দিকে ঝুকেছে।

তিনি বলেন, বিদ্যুৎ বিপর্যের সঙ্গে জড়িত কিছু লোক চিহ্নিত হয়েছে। তবে সরবরাহ প্রতিষ্ঠানের ব্যাপারেও তদন্ত চলছে।

তিনি বলেন, শিল্প কারখানাগুলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চায়। উচ্চমূল্যে গ্যাস আনলেও ব্যবসায়ীদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাবে কি না, এ বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। একইসঙ্গে তিনি বলেন, নভেম্বরে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন