স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান বাঘা বাঘা দলগুলোর মধ্যে নেইমারকে নিয়ে টানাটানি অনেক দিনের। সংবাদমাধ্যমে প্রচারিত এসব গুজব মুখোরোচকও বটে। সেই গুজবের পালে জোর হাওয়া যোগাচ্ছে বার্সার সাথে নেইমারের চুক্তি নবায়নে দু’পক্ষ মতৈক্যে না পৌঁছানোয়। এ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বার্সা ক্লাব ডিরেক্টর জর্ডি মেস্ত্রে। নেইমারকে বিক্রির ইচ্ছা আছে কি-না এমন প্রশ্নে বার্সা টিভিকে তিনি বলেনÑ ‘অবশ্যই না। আমরা আগেও বলেছি, এখনও বলছিÑ নেইমার বিক্রির জন্য নয়।’
মেস্ত্রে আরো বলেনÑ ‘যখন সে আমাদের সাথে চুক্তিবদ্ধ হয় তখন তার কাছে আরো বেশি অর্থের হাতছানি ছিল। কিন্তু সে এখানে এসেছিল ভালো ফুটবল খেলতে ও মেসির সাথে শিরোপা জিততে। এখানে তার দারুণ সময় কাটছে। সময় এলেই সে চুক্তি নবায়ন করবে। তার চুক্তির মেয়াদ এখনও আছে।’
বার্সায় নেইমারের বর্তমান অবস্থা নিয়ে তিনি আরো বলেনÑ ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাব কিভাবে তার সঙ্গে আছে এবং সে কিভাবে ক্লাবের সঙ্গে। এখানে তাকে সুখী মনে হচ্ছে এবং শহরের সঙ্গেও সে মানিয়ে নিয়েছে। দলের প্রতি সে বিশ্বস্ত। আমি নিশ্চিত, আমরা একটা ঐক্যমতে পৌঁছাব।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন