সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বোল্টের সঙ্গে সখ্য- মুস্তাফিজের সঙ্গে দোভাষী

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ইন্ডিয়ান ক্রিকেট লীগ (আইপিএল) এর চলমান আসরে সবচেয়ে আলোচিত নাম মুস্তাফিজুর। বিস্ময় কাটারকে নিয়ে ভারত মিডিয়া উঠেছে মেতে। আসর সেরা ডেলিভারিতে আন্দ্রে রাসেলকে ভুপাতিত করে সানরাইজার্স হায়দারাবাদের এই বাঁ-হাতি পেসারের চোখের মনি এখন মুস্তাফিজুর। ৩ ম্যাচে ৪ উইকেট শিকারী এই বোলারের বোলিংয়ে মুগ্ধ ধারাভাষ্যকররা। তবে সহজ-সরল এই ছেলেটি বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে ততোটা পারদর্শী না হওয়ায় শুরুতে টিম মিটিংয়ে মুস্তাফিজ উপস্থিত থাকতেন না। পরবর্তী সময়ে তাকে সহজ ভাষায় টিম মিটিংয়ের ফল বুঝিয়ে বলা হতো। কিন্তু মুস্তাফিজের পারফরম্যান্সে টিম ম্যানেজমেন্ট এতটাই মুগ্ধ যে তার জন্য সার্বক্ষণিক বাংলাভাষী নিয়োগ করা হয়েছে। গতকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন-‘মুস্তাফিজের যেন অসুবিধা না হয়, সেজন্য এক বাঙালি মুসলমান ছেলেকে নিয়োগ দিয়েছে হায়দারাবাদ।’ একজন ক্রিকেটারের জন্য দলে ‘দোভাষী’ নিয়োগের ঘটনা ক্রিকেট বিশ্বে এটাই প্রথম।
এদিকে, সানরাইজার্স হায়দারাবাদে মুস্তাফিজুর কিউই পেসার ট্রেন্ট বোল্টের সঙ্গে নাকি দারুণ সখ্য গড়ে তুলেছেন। দু’জনকে একসঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে। ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে মুস্তাাফিজ-বোল্ট দুষ্টুমিতে মেতে ছিলেন। মুস্তাফিজ বোল্টকে বাংলায় জিজ্ঞেস করছিলেন, ‘কেমন আছ’?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন