শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চার্চে নীরব ছিলেন পোপ ফ্রান্সিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্যাথলিক চার্চে যৌন নিপীড়নের ঘটনায় পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে নীরবতার মারাত্মক অভিযোগ উঠেছে। অনেক বিষয় সম্পর্কে উদার মনোভাব নিয়ে পোপ ফ্রান্সিস কট্টর রক্ষণশীল ক্যাথলিকদের বিরাগভাজন হয়েছেন। ক্যাথলিক চার্চের অতীত ও বর্তমান অনেক কার্যকলাপেরও সমালোচনা করেছেন তিনি। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্যাথলিক যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতন সম্পর্কেও মুখ খুলেছেন পোপ। এমন আচরণের নিন্দা ও সমালোচনা করেছেন। যারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কাছে পোপ ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু এবার তিনি নিজেই সমালোচনার শিকার হলেন। ভ্যাটিকান সিটির সাবেক কর্মকর্তা আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন। ভিগানো দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাথলিক যাজক কার্ডিনাল থিওডোর ম্যাককারিক যৌন নির্যাতন করে চলেছেন, এমন ঘটনা জানা সত্তে¡ও পোপ ফ্রান্সিস নাকি বছরের পর বছর নীরব থেকে ‘সমকামিতা› বরদাশত করে এসেছেন। ডয়েচে ভেলে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন