রাঙামাটি সদরের সাপছড়িতে ডাকাতিকালে গৃহকর্তার দায়ের কোপে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে বাড়ির মালিক জলকুমার কার্বারী ও তার ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত জলকুমার চাকমাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জল কুমার চাকমা জানান, রাতে ৭/৮ জনের একটি ডাকাত দল তার বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতরা আমাদের সকলকে বেঁধে ফেলে।
এক পর্যায়ে আমার বাধন খুলে দিয়ে আলমিরা থেকে টাকা বের করতে বলে। টাকা দেয়ার পর তারা আমাকে মারতে থাকে। এক পর্যায়ে হাতের কাছে দা দিয়ে কোপাতে থাকি। এতে এক ডাকাত নিহত হয়। আমাদের চিৎকারে লোকজন আসতে থাকলে ডাকাতরা পালিয়ে যায়।
মন্তব্য করুন