শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

২৫ এপ্রিল হকির নতুন মৌসুম শুরু

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ক্লাব কাপ টুর্নামেন্ট দিয়ে আগামী ২৫ এপ্রিল শুরু হচ্ছে ঘরোয়া হকির নতুন মৌসুম। তবে মৌসুম সূচক টুর্নামেন্ট ক্লাব কাপে প্রিমিয়ার লিগের ১২টি নয়, ৯টি ক্লাব অংশ নিচ্ছে। এগুলো হলোÑ ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঊষা ক্রীড়া চক্র, মেরিনার ইয়াংস, ওয়ারী ক্লাব, অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, সোনালী ব্যাংক ও সাধারণ বীমা। দীর্ঘ প্রায় আড়াই বছরের মাথায় বিদ্রোহী ক্লাবগুলোর দাবি মেনে নেয়ায় ঘরোয়া হকির সঙ্কট কেটে গেছে। প্রিমিয়ার লিগের দলবদলও শেষ হয়েছে। মাত্র দু’দিন আগে তিন ক্লাবের কর্মকর্তাকে বসানো হয়েছে হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির শূন্য পদে। তবে সঙ্কট কাটলেও মৌসুমের প্রথম টুর্নামেন্ট ক্লাব কাপে থাকছে না আজাদ স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বাংলাদেশ রেলওয়ে। সব সমস্যার সমাধান হলেও তিন ক্লাব কেন খেলছে না? এ বিষয়ে লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা বলেন, ‘আমরা তাদেরকে খেলতে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তারা আসতে রাজি হয়নি।’ সূত্র জানায়, প্রিমিয়ার লিগ নিয়েই ওই তিন ক্লাব নিজেদের প্রস্তুত করছে। তাই ক্লাব কাপের জন্য তারা বাড়তি খরচ করতে চাচ্ছে না। এদিকে প্রিমিয়ার লিগ নিয়ে দারুণ উচ্ছ¡সিত ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির কো-অপ্টে আসা নতুন সদস্য বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের সা.সম্পাদক হাজী মো: হুমায়ুন, ‘নতুন মৌসুমের খেলা নিয়ে আমরা বেশ উচ্ছ¡সিত। আশা করি দীর্ঘ প্রায় আড়াই বছর পর হলেও হকি মাঠে ফের প্রতিদ্ব›িদ্বতা ফিরে আসবে।’ ক্লাব কাপের পরই শুরু হবে কাক্সিক্ষত প্রিমিয়ার লিগের খেলা। যেখানে ১২টি দলই অংশ নেবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন