পাবনার চাটমোহর উপজেলায় চলনবিলে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে শনিবার বেলা ৩ টা পর্যন্ত শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। পানির নিচে ডুবে যাওয়া নৌকার অবস্থান জানা গেছে। শুক্রবার রাত ৮টার দিকে জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাইকপাড়া এলাকায় চলনবিলে নৌকা ডুবির এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
জেলার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার অসীম কুমার জানান, শনিবার বেলা ৩ টা পর্যন্ত দুই নারী ও এক শিশুর লাশ পাওয়া গেছে। তারা হলেন, পাবনার ঈশ্বরদীর মোশাররফ হোসেন মুসার স্ত্রী শাহানাজ পারভীন পারুল, ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণির স্ত্রী মমতাজ পারভীন শিউলী ও ঈশ্বরদী খন্দকার মার্কেটের ক্রীড়া সামগ্রী বিক্রেতা রফিকুল ইসলাম স্বপন বিশ্বাসের কন্যা শিশু সাদিয়া খাতুন। এখনও নিখোঁজ রয়েছেন নিহত মমতাজের স্বামী বিল্লাল হোসেন গণি ও নিহত সাদিয়ার পিতা রফিকুল ইসলাম স্বপন বিশ্বাস। তারা ঈশ্বরদী থেকে চাটমোহর এসে বৃহত্তর চলনবিলে নৌ-ভ্রমণ করছিলেন । চলনবিলের বিভিন্ন জায়গায় ঘুরে ফেরার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকার পাইকপাড়া এলাকায় তাদের নৌকা ডুবে যায়। এই নৌকায় কুষ্টিয়ার সঙ্গীত শিল্পীদলসহ ২৪ জন যাত্রী ছিলেন। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে নৌকাটি ডুবে যায় । অন্যরা সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও পাঁচজন বিলের পানিতে ডুবে যান। তাদের মধ্যে ডুবরী শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে ৩জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, আরও ২ জনকে উদ্ধারে অভিযান চলছে। ইতিমধ্যেই পানির নিচে ডুবে যাওয়া নৌকার অবস্থান ডুবরীরা নিশ্চিত হয়েছেন । চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারও ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদোজ্জা জানিয়েছেন , অন্য ২জনকেও উদ্ধার করা হবে। তারা উদ্ধার কাজ তদারকি করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন