শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

হংকং-এর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তোফায়েল আহমেদের বৈঠক স্পেশাল ইকনমিক জোনে বিনিয়োগ আহবান

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ১০০ টি ইকনমিক জোন গড়ে তোলার কাজ শুরু করেছে। হংকং চাইলে বাংলাদেশ সরকার একটি ইকনমিক জোন বিনিয়োগের জন্য বরাদ্দ প্রদান করবে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিদেশী বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে। হংকং-এর চাহিদা মোতাবেক সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। হংকং বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে। মন্ত্রী বলেন, হংকং-এর সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশ হংকং-এর সাথে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। এ জন্য উভয় দেশের আন্তরিক উদ্যোগ গ্রহণ প্রয়োজন। হংকং-এ সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল হংকং-এর বাণিজ্য ও ইকনমিক ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রীর সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রে সফলভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সাথে বিশে^র বিভিন্ন দেশের বাণিজ্য সম্পর্ক অনেক সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য, তৈরী পোশাক, হিমায়িত মাছ, শুকনা মাছ, শুকনা খাদ্য, পাটজাত পন্য, তাবু, ক্যাপসহ বিভিন্নœ পণ্যের প্রচুর চাহিদা রয়েছে হংকং-এ। হংকং-এর বাজারে এ সকল পণ্যের আমদানী বৃদ্ধি করা হলে উভয় দেশ লাভবান হবে। গত অর্থ বছরে বাংলাদেশ ২৪৭ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য হংকং-এ রপ্তাপনি করেছে, একই সময়ে বাংলাদেশ আমদানী করেছে ৮৭৬ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এ ক্ষেত্রে একদিকে যেমন রয়েছে বাণিজ্যিক ভারসাম্যহীনতা, অপরদিকে রয়েছে বাণিজ্যবৃদ্ধির অপার সম্ভাবনা। তোফায়েল আহমেদ উভয় দেশের মধ্যে চলমান অর্থনৈতিক সহযোগিতার জন্য হংকং-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দু‘নেতা বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। বৈঠকের পর উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে একটি এমওইউ স্বাক্ষর করা হয়। বাংলাদেশের পক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ এফ এম মনজুর কাদির এবং হংকং-এর পক্ষে হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের এ্যাসিসটেন্ট এক্সিকিউটিভ ডিরেকটর সোফিয়া চং এমওইউতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গত বুধবার হংকং-এ অনুষ্ঠিত ‘হংকং হাউজওয়্যার ফেয়ার-২০১৬’ এ বাংলাদেশ প্যাভিলিওনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন। এ সময় হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ডিরেকটর বেনজামিন চাউ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন