রাজধানীর মিরপুরে ঈগল পরিবহনের বাস চাপায় নিহত হয়েছেন রূপনগর থানার এসআই উত্তম কুমার সরকার। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্ঘে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়।
শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই শিউলি আক্তার বলেন, বেড়িবাঁধ এলাকায় তিনদিন আগে ঈগল পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়ে। তিনদিন ধরে বাসটি সেখানেই পুলিশ জব্দ করে রেখেছিল। গতকাল থানায় নিয়ে আসছিলেন উত্তম কুমার। তিনি বাসটির সামনে মোটরসাইকেলে ছিলেন। রাইনখোলা এলাকায় পৌঁছানোর পর বাসটি এসআই উত্তম কুমারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাস চালককে শাহ আলী থানায় আটক রাখা হয়েছে। বাসটিও থানায় জব্দ রয়েছে বলে জানিয়েছেন তিনি। নিহত উত্তম কুমার দেড় বছর ধরে রূপনগর থানায় কর্মরত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন