শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাশকতার পরিকল্পাকালে বিএনপির ১৬ নেতাকর্মী আটক

সিলেট অফিস সিলেটে | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৩ পিএম

সিলেটের ওসমানীনগরে নাশকতার পরিকল্পনাকালে উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে গোয়ালাবাজার ইউপি বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদের করনসী গ্রামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আটকৃতরা হলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, সাধারণ সম্পাদক ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, গোয়ালাবাজার ইউপি বিএনপির সভাপতি সৈয়দ কওছর আহমদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, কয়েছ আহমদ চৌধুরী, ইরশাদ উদ্দিন জিলু, আব্দুল মান্নান, কামাল আহমদ পারভেজ, হাদিস খান, কমরু মিয়া, সারজন মিয়া, শরিফ আহমদ চৌধুরী, আব্দুল কালাম ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রকিব আলী ও আতিকুল আলম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন