শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চীন-পাকিস্তান পরস্পরকে সমর্থন করা উচিত জোরালোভাবে : শি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ইনকিলাব ডেস্ক : চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট আরিফ আলভিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের কৌশলগত তাৎপর্য আরো বেশি এবং উভয় পক্ষের আরো জোরালোভাবে একে অপরকে সমর্থন করা উচিত। আলভি গত বুধবার পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। শি তার বার্তায় বলেন, সা¤প্রতিক বছরগুলোতে উভয় পক্ষ যৌথ উদ্যোগ গ্রহণ করেছে, পারস্পরিক রাজনৈতিক আস্থা আরো শক্তিশালী হয়েছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ফলপ্রসূ হয়েছে, এটি কেবল দুই দেশের ও দুই জনগণের নয়, বরং এই অঞ্চলের শান্তি ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। আলভিকে পাঠানো বার্তায় শি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের কৌশলগত তাৎপর্য আরো বেশি এবং উভয় পক্ষের আরো জোরালোভাবে একে অপরকে সমর্থন করা উচিত এবং আরো বেশি সহযোগিতা করা দরকার। তিনি বলেন, চীন ও পাকিস্তান সুপ্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো ভাই। তারা একে অপরের প্রতি আন্তরিক আচরণ করে, সুখ-দুঃখে সম-অংশীদার, আন্তর্জাতিক পরিস্থিতির চড়াই-উৎড়াই সত্তে্ও তাদের বন্ধুত্ব কঠিন ও ক্রমবর্ধমান হারে দৃঢ় হচ্ছে। তিনি বলেন, ২০১৫ সালে সিপিইসি উদ্বোধনের সময় তার পাকিস্তান সফরকালে চীন ও পাকিস্তান যৌথভাবে দ্বিপক্ষীয় সম্পর্ককে সবসময়ের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। শি বলেন, তিনি চীন-পাকিস্তান সম্পর্ককে অত্যন্ত মূল্য দিয়ে থাকেন এবং কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব ও অভিন্ন ভবিষ্যতের আরো ঘনিষ্ঠ চীন-পাকিস্তান সম্প্রদায় নির্মাণে একসাথে কাজ করতে আগ্রহী। সাউথ এশিয়ান মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Ahad ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৫ এএম says : 0
Very good . Thanks
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন