কুমিল্লার মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে সরকারি কাজে বাধাসহ দুটি মামলা বিচারধীন থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিটি মেঘনা উপজেলা পরিষদে পাঠানো হয়েছে।
মো. তাজুল ইসলাম বলেন, আমার নিকট এ ধরনের কোনো চিঠি এখনো আসেনি। তাই এ মুহুর্তে আমি কিছু বলতে পারব না। তবে আমার বিরুদ্ধে যে দুটি মামলা করা হয়েছে তা নিষ্পত্তির পথে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন