শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

সড়কে মৃত্যু থামাতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিত্য ব্যাপার। মৃত্যুর মিছিল থামছেই না। রাস্তায় বের হলেই মানুষের মনে সড়কে মৃত্যুর ভয় বিরাজ করে। এ নিয়ে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। অদক্ষ চালক, যান চলাচলে প্রতিযোগিতা, ট্রাফিক আইন ভঙ্গ, আইনের দুর্বলতা, দোষীদের শাস্তি নিশ্চিত না করাকে লোকজন প্রধান কারণ হিসেবে অবহিত করেছে। গত কয়েক দিনের ব্যবধানে শুধু রাজধানীতেই সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ নিহত হয়েছে এবং অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছে। নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনার জন্য অনেক তদন্ত কমিটি গঠিত হয়েছে, হতাহতদের জন্য অনেক বরাদ্দও দেয়া হয়েছে। কিন্তু সড়ক দুর্ঘটনায় হতাহতদের জন্য কিছু করা হয়েছে কি না তা কর্তৃপক্ষই জানে। স্বজন হারানোর বেদনা, যার হারায় সে-ই বোঝে। সড়ক, আকাশ দুই পথই যাত্রীদের জন্য নিরাপদ করতে হবে। এ সমস্যা সমাধানে সরকার ও জনগণ, সবাইকে এগিয়ে আসতে হবে। সচেতনতাবোধ, আইনের কঠোর প্রয়োগ এবং আইন বাস্তবায়নের মাধ্যমে এখনই এ সড়কমৃত্যু থামাতে হবে।

শাহীন আহমাদ শিশির, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন