শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

টেস্টে ফেরার স্বপ্ন যুবরাজের

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : একসময় ভারতীয় ওয়ানডে দলের অপরিহার্য যুবরাজকে এখন নিজের জায়গা নিয়েই লড়তে হচ্ছে। ভারতের টি-২০ দলে সুযোগ পেলেও যুবরাজ নিজেই মানছেন তার জন্য ওয়ানডে দলে জায়গা পাওয়া সহজ হবে না যতটা হবে টেস্টে। ভারতকে ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে বড় অবদান রাখেন যুবরাজ। তিনি যে ভারতের ওয়ানডে দলে নিজের সুযোগ খুব একটা দেখছেন না এর কারণ আজিঙ্কা রাহানে এবং মণিশ পান্ডে। এই দুজনই খেলছেন মিডল অর্ডারে। তারা ফর্মেও রয়েছেন। তবে সাদা পোষাকের ক্রিকেটে এখনো তার দেওয়ার অনেক কিছু রয়েছে বলেই মনে করেন যুবি, ‘এটা ঠিক যে ভারতের ওয়ানডে দলে জায়গা পাওয়া কঠিন। কারণ সত্যিকার অর্থে মিডল অর্ডারে আজিঙ্কা রাহানে এবং মণিশ পান্ডে দারুণ খেলছে।’এরপর যোগ করেন, ‘সাদা পোষাকের ক্রিকেটে সুযোগটা রয়েছে। এই বছর ভারত ১৩-১৫টি টেস্ট ম্যাচ খেলবে। আমি রঞ্জি ট্রফিতে গত কয়েক মৌসুমে ছয়-সাতশ রান করেছি। স্পিনিং ট্রাকে খেলার সুযোগ পেলে ভালো করবো। আমি স্পিনের বিপক্ষে ভালো খেলি। টেস্টের প্রতি ভালোবাসা আমার আগের মতোই আছে। দেখুন, নির্বাচন করার বিষয়টি আমার হাতে নেই। আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করতে পারি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন