বিশেষ সংবাদদাতা : দেশের ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) এনে তা সিসিডিএমকে জমা দিয়ে করতে হবে বিদেশি ক্রিকেটারকে রেজিস্ট্রেশন। এটাই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে বিদেশি ক্রিকেটারদের রেজিস্ট্রেশনের শর্ত। অথচ, এই নিয়মের ব্যত্যয় ঘটেছে। ভারতের পাঞ্জাব থেকে উদয় কাউল নামের প্রথম শ্রেণীর এক ক্রিকেটারকে উড়িয়ে এনে তাকে গতকাল কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে ম্যাচে নামিয়ে দেওয়া হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার প্যাডে অনাপত্তিপত্র ছাড়াই! খেলার প্রাক্কালে আবাহনীর প্লেয়ার্স লিস্টে কিংস ইলেভেন পাঞ্জাবের সাবেক ক্রিকেটার উদয় কাউলের নাম দেখে তার খেলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলাবাগান ক্রীড়াচক্রের ক্রিকেট সেক্রেটারি রিয়াজ বাবু। এনওসি ছাড়া এই ক্রিকেটারের রেজিস্ট্রেশন হলো কীভাবে? এ প্রশ্ন তুলে সিসিডিএম’র দিকে অভিযোগের তীর পর্যন্ত ছুঁড়েছিলেনÑ‘সাধারণত এনওসি’র এক কপি পাঠাতে হয় বিসিবি’র সিইও’র কাছে, বোর্ডের প্যাডে আর একটি এনওসি সঙ্গে এনে তা রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে হয় সিসিডিএমকে। কিন্তু যখন আমি বিষয়টি নিয়ে প্রতিবাদ করলাম, তখন বলা হলো সিইও’র কাছে এনওসি আছে। সিইও এখন আইসিসি’র সভায় যোগ দিয়ে দুবাইয়ে অবস্থান করছেন। তাহলে কিসের ভিত্তিতে এনওসি না পেয়ে উদয় কাউলের রেজিস্ট্রেশন সম্পন্ন করলো সিসিডিএম? আমি প্রশ্ন তোলার পর দুপুরের দিকে এই ক্রিকেটারের অনাপত্তিপত্র প্রমাণে একটা ই-মেইল দেখিয়েছেন জালাল ভাই (আবাহনী ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান), কিন্তু সেটা তো ই-মেইল বার্তা, ২ লাইনে লেখা একটা চিঠি। ওটা তো এনওসি নয়। বিপিএলে এনওসি না থাকায় রবি বোপারাকে খেলতে দেননি তামীম, ১০ মিনিট পর এনওসি আসার পরও তামীমকে নমনীয় করা যায়নি। এটা তো খুব বেশি দিনের কথা নয়। কিন্তু এমন একটি ঘটনার অবতারণা হলো।’
যথারীতি আবাহনীর হয়ে গতকাল ফতুল্লায় খেলেছেন এই ক্রিকেটার এবং ঢাকার ঘরোয়া ক্রিকেটের অভিষেক ম্যাচে খেলেছেন ৫৬ বলে নট আউট ৪৪ রানের ইনিংস। তবে এনওসি ছাড়া রেজিস্ট্রেশনের অভিযোগ অস্বীকার করেছেন আবাহনী ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক এবং বিসিবি পরিচালক ডা.আই এইচ মল্লিকÑ‘এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটি অভিযোগ। কারণ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কোনো খেলোয়াড় এনওসি ছাড়া খেলতে আসার এখতিয়ারই নেই। এনওসির যে প্রসিডিউর তা বোর্ড টু বোর্ড হয়। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এনওসি আমাদের সিইওর কাছে এসেছে গতকাল। আমরা এনওসি ছাড়া একজন বিদেশি ক্রিকেটারকে খেলাতেই পারবো না। এনওসিটা জালাল ভাইয়ের কাছে আছে এবং সংশ্লিষ্ট সব জায়গায় এনওসি দেওয়া আছে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন