শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে প্রাইভেটকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪৬ এএম

রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজির রেলিং ভেঙে একটি প্রাইভেটকার পানিতে পড়ে গেছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটির চালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ব্রিজের ওপর দিয়ে গাড়িটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। এরপর ব্রিজের রেলিং ভেঙে লেকে পড়ে যায়।

পরবর্তীতে চালক দরজা খুলে বের হয়ে আসে। এসময় পুলিশের সহযোগিতায় তিনি ওঠে আসেন। চালকের স্বজনদের খবর দিলে তারা এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না।
এসআই সেলিম বলেন, গাড়িটির নম্বর ঢাকা মেট্রো চ - ১৬-০০৫৬। সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি গাড়িটির মালিক। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা এসে গাড়িটি উদ্ধার করছে। তবে গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারালো তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল হক বলেন, আমারা সকাল পৌনে ১০টায় খবর পেয়েছি। এরপর আমাদের গাড়ি উদ্ধারের দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ আলফাজুর রহমান ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৯ পিএম says : 0
ব্রিজ রেলিং মজবুত ও শক্তিশালী না হওয়ায় এ ধরণের দুর্ঘটনা ঘটছে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন