চা শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ১০২ টাকা নির্ধারণ প্রহসনমূলক বলে দাবি করে তা প্রত্যাখ্যান করে চা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন শ্রমিকদের দৈনিক মজুরী ৩০০ টাকাসহ ছয় দফা দাবি ঘোষণা করেছে। গতকাল শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মালিক পক্ষ ও চাশ্রমিক নেতাদের ঘোষিত এই সর্বনিম্ন মজুরিকে প্রত্যাখ্যান করেশ্রমিকসহ ছাত্র সংগঠনগুলো।
বিশ^বিদ্যালয় চা ছাত্র সংসদ ব্যানারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সভাপতি রাজু কুর্মী। বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সহ-সভাপতি দেবাশিষ যাদব পরিচালনায় এ সমাবেশে সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম সরকারকে বলেন, ভিক্ষা চাইতে আসিনি, মেহনতি মানুষেরশ্রমের মজুরি চাইতে রাস্তায় এসেছি।শ্রমিকের দাবি ন্যূনতম ৩০০ টাকা মেনে নিতে হবে। নইলে আগামী নির্বাচনে শ্রমিকরা আপনাকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সিলেট সনাকের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা প্রনব জ্যোতি পাল, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের শিক্ষক চিত্ররঞ্জন রাজবংশী কারিতাস সিলেট অঞ্চলের শিক্ষা বিভাগের প্রধান পিউস নানোয়ার প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন