মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

যুব এশিয়া কাপেও কড়া নিরাপত্তা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে এসিসি অনুর্ধ-১৯ এশিয়া কাপের বেশ কয়েকটি ম্যাচ পাচ্ছে চট্টগ্রাম। বি-গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং খেলবে। এই গ্রুপের পাঁচটি ম্যাচ বন্দরনগরীর দুই ভেন্যু জহুর আহমদে চৌধুরী এবং এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ম্যাচগুলো সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দল গতকাল সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
বিসিবি গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিস বিভাগের ব্যবস্থাপক সৈয়দ আব্দুল বাতেন, মিডিয়া বিভাগের ব্যবস্থাপক রাবিদ ইমাম, নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব:) হোসাইন ইমাম, ব্যবস্থাপক প্রশাসন মেজর (অব:) হাসিব-উজ-জামান, হিসাব ও অর্থ বিভাগের ব্যবস্থাপক মান্নান সরকার, ক্রীড়া উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম কাওসার, মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক সাইফুল আমিন, লজিস্টিক বিভাগের ব্যবস্থাপক এ্যাড. আশিকুল ইসলাম রোকন, ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, কিউরেটর জাহিদ রেজা বাবু সভায় উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন যুব এশিয়া কাপ সফলভাবে আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সিটি মেয়র। সভায় এশিয়া কাপে নিরাপত্তা, শৃঙ্খলা, ক্রিকেটারদের আবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ১৭-২০ অক্টোবর ৪দিন ব্যাপী বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে এবং ২০ অক্টোবর চট্টগ্রামস্থ হোটেল রেডিসন এবং এমএ আজিজ স্টেডিয়ামে প্রদর্শন করার বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন