শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জরিমানা ৩১ লাখ, মামলা ৫ হাজার

ট্রাফিক অভিযান

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে গত রোববার অভিযানে ৩১ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৫ হাজার ১১৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময় ৪২টি গাড়ি ডাম্পিং ও ৮৯৩টি রেকার করা হয়েছে। ১ হাজার ৮৩১টি মোটরসাইকেলকে জরিমানা ও ১০৮টি মোটরসাইকেল আটক করা হয়।
একইসময়ে হাড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৯২টি, হুটার বা বিকনলাইট ব্যবহারের জন্য ৪টি, পুলিশ স্টিকার লাগানোয় ২টি, কালো গ্লাস ব্যবহারে ২৩টি গাড়িকে জরিমানা করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা ১ জনের বিরুদ্ধ ভিডিও মামলা ও ২৪ জনের বিরুদ্ধে সরাসরি মামলা করা হয়েছে। উল্টো পথে গাড়ি চালানোয় ৩৭৯টি গাড়ির বিরুদ্ধে নেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন