হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আবারো নিউ সাইকো ট্রফিক সাবসটেনসেস (এনপিএস) বা খাতের ১০৭ কেজি ৭০০ গ্রামের একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র সহায়তায় বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস এলাকা থেকে চালানটি জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মো. নজরুল ইসলাম সিকদার দৈনিক ইনকিলাব জানান, গ্রিন টি হিসেবে আমদানি করা ৬ কার্টন ভর্তি ১০৭ কেজি ৭০০ গ্রাম খাত উদ্ধার করা হয়েছে। ইথিওপিয়ার কাজালি জামির এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান খাতের চালানটি পাঠিয়েছে। এরপর বিভিন্ন দেশ ঘুরে সর্বশেষ ভারতের মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দুপুর ১টা ১০ মিনিটে ঢাকায় আসে। ঢাকার নয়াপল্টন এলাকার একটি প্রতিষ্ঠানের নামে খাতের এ চালানটি এসেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন