আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদনের শুনানি আগামী সপ্তাহে হতে পারে। বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন আইনজীবী জোতির্ময় বড়–য়া ও তানিম হোসাইন। এর আগে গত ১১ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা আদালতে তাঁর জামিন নামঞ্জুর হয়।
এর পর ১৭ই সেপ্টেম্বর হাইকোর্টে জামিন চেয়ে ফের আবেদন করেন তিনি। শহিদুল আলমের আইনজীবী তানিম হোসেইন বলেন, জামিন আবেদনের বিষয়টি কার্যতালিকা না আসার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে আদালত বলেন, আগামী রোববার থেকে আবেদনটি কার্যতালিকায় থাকবে।
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের উসকানিমূলক মিথ্যা প্রচারের অভিযোগে উঠে তার বিরুদ্ধে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় তিনি গ্রেপ্তার রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন