ঢাকার প্রায় সর্বত্র রাস্তাঘাট, ড্রেন, খাল অপরিস্কার-অপরিচ্ছন্নতায় ভরপুর। খালগুলোর দিকে তাকানো যায় না। রূপনগরের খালগুলো আবর্জনায় ভরপুর। দুর্গন্ধ ছড়াচ্ছে। শুকনো মৌসুমে রাস্তায় ধুলাবালি আর বর্ষাকালে কাদাপানি। এর সঙ্গে যোগ হয়েছে মশা। ইঁদুর, চিকার উৎপাত তো আছেই। ইঁদুর আর চিকা নিধনেও নেই কোনো অভিযান। নগরবাসী হোল্ডিং ট্যাক্স দেয়। তারপরও তারা অপরিস্কার-অপরিচ্ছন্নতার মধ্যে বসবাস করবেন- এটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। লিয়াকত হোসেন খোকন
ঢাকা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন