সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে কাজ করতে হবে’

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খারুজ্জামান লিটন বলেছেন, মহানগরীর পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে ইতোমধ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্নতা র‌্যালী, ডাস্টবিন বিতরণ, নগরীর প্রতিটি মসজিদে বার্তা প্রেরণসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সাহেব বাজার জিরো পয়েন্ট, লক্ষীপুর, সিরোইল বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ঝকঝকে তকতকে নগরী গড়ে তুলতে এ কাজে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নগরীর সকল ব্যানার, ফেস্টুন অপসারণ, রাস্তার ধারে নির্মাণ সামগ্রী অপসারণ বিষয়ে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। গতকাল দুপুরে নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভায় এসব কথা বলেন। রাসিকের প্যানেল মেয়র-১, ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মো. সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটি সদস্য কাউন্সিলরসহ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ও পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন