শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঘুমধুম সীমান্তে মিয়ানমারের তিন গুপ্তচর আটক

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩২ এএম | আপডেট : ১০:৪৪ এএম, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

সীমান্ত থেকে বিজিবি মিয়ানমারের তিনজন গুপ্তচর আটক করেছে বলে জানা গেছে।

বান্দরবান জেলার ঘুমধুম সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ৩ বাংলাদেশী উপজাতীয়কে আটক করেছে বিজিবি। এদের বিরুদ্ধে মিয়ানমারের গুপ্তচরবৃত্তির অভিযোগ পাওয়া গেছে।

আটককৃত ৩ জনের মধ্যে ১জন মিয়ানমার বিজিপির সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

আটক তিন ব্যক্তির বাড়ি জেলার আলীকদমে হলেও একজন স্থায়ীভাবে মিয়ানমারে বসবাস করে। আটক তিনজনই মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সাথে কাজ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ সসময় তারা মিয়ানমারের ডেকুবুনিয়ার মেদাইক বিজিপি ক্যাম্পের সদস্যদের খাবার বহন করছিল বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, গতকাল দুপুর ১২ টার দিকে বাংলাদেশ সীমান্তের ৩৪ বিজিবি ঘুমধুম বিওপি থেকে উত্তর-পুর্ব কোণে ১ কি.মি. দুরে বেতবুনিয়া বাজার চেকপোষ্টে গাড়ী তল্লাশী করে এই ৩ জন উপজাতি নাগরিককে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের আটককৃতরা স্বীকার করেছে, তারা বাইশারী সীমান্ত দিয়ে নিয়মিত মিয়ানমারে যাতায়াত করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন