বিশেষ সংবাদদাতা, খুলনা ঃ অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় আইসক্রিম উৎপাদন, ক্ষতিকর রং মেশানো ও মেয়াদ উর্ত্তীণের তারিখ না থাকায় খুলনায় দুটি আইসক্রিম কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার দুপুরে পরিচালিত অভিযানে জুঁই আইসবারের কাছ থেকে ১৫ হাজার ও নিউ দোলা আইসবারের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সময় কারখানা দু’টি থেকে আনুমানিক ১৫০০ পিস রং মিশ্রিত আইসক্রিম জব্দ করা হয়। পরে এগুলো ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তার নেতৃত্বে সিপিসি স্পেশাল র্যাব-৬, খুলনার প্রত্যক্ষ সহযোগিতায় খুলনার জিরো পয়েন্ট ও কাসিমনগর এলাকায় পরিদর্শনমূলক বাজার অভিযান পরিচালিত হয়। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় আইসক্রিম উৎপাদন, ক্ষতিকর রং মেশানো ও মেয়াদ উর্ত্তীণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন