বিশেষ সংবাদদাতা, খুলনা : খুলনা জিলা স্কুল মাঠে গতকাল থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী ৪৫তম আঞ্চলিক (খুলনা ও বরিশাল) স্কুল ও মাদ্রাসা শীতকালীন (গোলাপ অঞ্চল) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা। খুলনা ও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ স্কুলের মধ্যে ছেলে-মেয়েদের পৃথক দু’টি ক্রিকেট ম্যাচ, একই নিয়মে পৃথক দু’টি হকি, একক ও দ্বৈত ব্যাডমিন্টন, ছেলেদের বাস্কেটবল ও এ্যাথলেটিক্স অনুষ্ঠিত হবে। এসব খেলায় খুলনা ও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ স্কুলগুলো অংশগ্রহণ করছে। সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপ-পরিচালক টিএম জাকির হোসেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ড. মোল্লা আমির হোসেন, যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. আহসান হাবীব, যশোর শিক্ষা বোর্ডের ক্রীড়া কর্মকর্তা আ ফ ম আসাফুদৌল¬া, খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মানোয়ার হোসেন, খুলনা জিলা স্কুলের প্রধান মোঃ আরিফুল ইসলাম ও বয়রা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা নাজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন