স্পোর্টস রিপোর্টার : চলতি বছরে অষ্টমবারের মতো অংশ নিলেন এশিয়ান ট্যুরে। এখন পর্যন্ত সাফল্যের মুখ দেখেননি সিদ্দিকুর রহমান। সর্বশেষ জাপানের প্যানাসনিক ওপেনেও মুখ থুবড়ে পড়লেন বাংলাদেশ সেরা এই গলফার। জাপানের চিবা কান্ট্রি ক্লাবে গতকাল চতুর্থ রাউন্ডে তিনটি বোগি ও দুটি বার্ডি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ছয় শট বেশি খেলে দুই জনের সঙ্গে যৌথভাবে ৭৪তম স্থানে থেকে আসর শেষ করেন তিনি। এশিয়ান ট্যুরের আগের আসরে হিরো ওপেনে ৫৮তম হয়েছিলেন সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুরের জাপানের এই আসরেরও শুরুটা ভালো হয়নি। চারটি বোগি ও একটি বার্ডি দিয়ে শুরু করেন তিনি। তৃতীয় রাউন্ডে চারটি বোগি ও একটি বার্ডি করে ৭৭তম স্থানে নেমে যান সিদ্দিকুর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন