খোদেজা মাহবুব আরা
সমাপ্তি কাল
হৃদয়ে রেখে দেই সীমাহীন আলো
শুভ্র সকালে জমে থাকা ভালো
অন্ধকারে ছুড়ে দেই উপেক্ষার হাসি
অবজ্ঞায় কষ্ট নেই, প্রকৃতি ভালোবাসি।
দু’হাত পেতে রেখেছি প্রভুর কাছে
নিঃশ্বতায় পূর্ণতায় ছিলেন, থাকবেন কাছে
একবিন্দু করুণার জন্য আকুতি
আপাদমস্তক নত, হৃদয়ের মিনতি।
নশ্বর জীবনে জেগে থাকা স্বপ্নহীন
আলো হীন অন্ধকার, মুক্তি পাগল দিন
তাঁর নিপুঁণ প্রেমে আমার ক্রান্তিকাল
সৌন্দর্য্য সুষমায় ডুবে যাক সমাপ্তি কাল।
মুহাম্মদ ওবায়দুল
বাদামী রঙের ঘাসফড়িং
নড়ে উঠে ঘরের দেয়াল, বিনাভূমিকম্পে খসে পড়ছে পুলের আস্তর...!
আলনায় নড়ছে শার্টের হাতা
স্তব্ধ দুপর, গ্রীলের শিক ছুঁয়ে বিছানায় রোদ;
অতঃপর বাদামী রঙের ঘাসফড়িং নিয়ে ফিরলাম।
চৌকাঠ ভেঙে ঘর ছেড়েছে শালিক পাখি,
দৃষ্টিতে ঝুলছে কাঁঠপোড়া রোদ্দুর
আর, ছিকার দড়িতে আঁকড়ে আছে ঘাসফড়িং
রকি মাহমুদ
কালের সান্নিধ্য
ইদানিং জীবন অতিবাহিত হচ্ছে নেপথ্য নির্দেশে
ঘটনার বিড়ম্বনায় পিষ্ঠ, হৃদয়ের প্রথাসিদ্ধ অর্জন।
পরিশীলিত চিত্রকর্ম দ্বিধান্বিত আপন অস্তিত্ব রক্ষায়।
নিরন্তর পুড়ে যায়, বিমূর্ত অবহেলায় অভিমানী ঠোঁট
ঘরান্তর সদম্ভ বিলাসী বিচরণ, যন্ত্রণার স্বর্গীয় অভিসার
গোপন দিগন্তের প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে ক্লান্ত, তৃষ্ণার্ত মৃত্তিকা।
জীবন অপ্রত্যাশিত অভিজ্ঞতায় সমৃদ্ধ মঙ্গলময় কারুকৃৎ
অনুভূতির দরোজায় নিবিড় নৈঃশব্দ্যে চলে বিনয় বন্দনা।
অথচ; সভ্যতার সব নিদর্শন হারিয়ে যায় কালের সান্নিধ্যে।
সাকিব জামাল
ভালোবাসার ক্রম পরিণতি
ছিলো বিন্দুসম।
অত:পর চোখে চোখ : মহাবিস্ফোরণ।
প্রেমের সময়ের শুরু, সম্প্রসারিত হতে থাকে
তোমার-আমার ভালোবাসার মহাবিশ্ব।
ভালোবাসার নানা পরতে পরতে সৃষ্টি হতে থাকে-
রোমাঞ্চকর পৃথিবী, কামনার গ্রহপুঞ্জ
সীমানা বিহীন স্বপ্নের ছায়াপথ।
ঠোঁট কামড়ে সৃষ্টি হয় উত্তেজক অবিনস্ত্য অবস্থা।
কিছুদিন চলতে থাকে সময় স্থিতিশীল।
তোমার-আমার ভালোবাসার মহাবিশ্ব স্থিতিশীল।
হঠাৎ বিরহের বিচ্ছুরণ!
সংকোচন শুরু : তোমার-আমার প্রেম
গ্রাস করে নেয় বিচ্ছিন্নতায়- কৃষ্ণগহ্বর।
আবার বিন্দুসম।
মমিনুল মমিন
হার বেড়ে সার কমে
শেখার কোনো নাই’রে ডগা ভবের মাঝে-
মাটির তরে ন্যায়েরই চাষ সর্ব রাজে,
আদত জ্ঞানে প্রেমের ডালা আপন সাজে।
জ্ঞানের তরী পাহাড়ে আজ বাইছে খালি-
জ্ঞান বাগানে আইল কাটে জ্ঞানের মালি,
তাই না দেখে বাঁদর ছানা মারছে তালি।
মিথ্যানলে হচ্ছে খাঁটি তামা সোনার-
জ্ঞানীর ভিড়ে জ্ঞানের ক্ষীরে রসিকা ক্ষার,
জ্ঞান বেড়েছে হার বেড়েছে কমেছে সার।
মারুফ নয়ন
ডেকে নিও
আমাকে ডেকে নিও তোমার খুব কাছে,
যেখানে সবুজ ঘাসের উপর বিছিয়ে রেখেছো শীতল পাটি;
যেখানে বৃক্ষ,আরো সবুজ,আরো সতেজ,আরো ছায়া দেয়...
যেখানে নদীর স্রোতধারা কলকল ধ্বনিতে
উচ্চারণ করে তোমার নাম,যেখানে পাখিরা তোমার নামের সংগীত গায়,
যেখানে হাত বাড়ালেই সব কিছু মুঠোয় ধরা দেয়।
আমাকে ডেকে নিও সেখানে,সেই মধুর আলাপনে,
খুব গোপনে,যেভাবে জলের ওপর একটি সবুজ পাতা খুব গোপনে তলিয়ে যায়
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন