বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে ব্রিজের উপর সড়ক দুর্ঘটনায় পাবনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ ৭ জন আহত হয়েছেন । বৃহস্পতিবার সন্ধ্যার পরে বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম পারে সংযোগ মহা সড়কের নলকা ব্রিজের উপর এই দুর্ঘটনাটি ঘটে। এই নলকা এলাকাটি কামারখন্দ উপজেলাধীন। সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানিয়েছেন, ঢাকা থেকে পাবনা জেলা প্রশাসনের মালামাল নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু ও কনস্টেবল শিফাত রহমান,মাহমুদুল হক একটি পিক- আপ ট্রাকে করে পাবনায় যাচ্ছিলেন। ব্রিজের উপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিক আপ ট্রাকটি ব্রিজ রেলিং-এর সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। এতে ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু, ৩ জন পুলিশ সদস্যসহ ৭ জন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু’র দুই পা ভেঙ্গে যাওয়ায় এবং পুলিশ সদস্য শিফাত রহমান ও মাহমুদুল হকের পা ভেঙ্গে যাওয়ায় তাদের বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত অপর ৪ জন এই হাসপাতাল চিকিৎসাধীন আছেন । তারা হলেন, পাবনা ডিসি অফিসের এমএলএসএস ওয়াসিম, ট্রাকটির চালক মনিরুজ্জামান ও হেলপার আজাদ ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন