স্পোর্টস রিপোর্টার : একদিন আগে নিজেদের শেষবারের মত ঝালিয়ে নিতে ব্যাট-বল তুলে নিয়েছিরো অনুর্শ্ধ-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসা দলগুলো। বিকেএসপির এক নম্বর মাঠে আফগানিস্তানকে ১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৫ বলে ২১২ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৬৮ রান আসে গেøন ফিলিপসের ব্যাট থেকে। ৩০ রানে ৫ উইকেট নিয়ে লক্ষ্যটা ধরা ছোঁয়ার মধ্যে রাখেন আফগানিস্তানের জহির খান। জবাবে ৪৭ ওভার ৩ বলে ১৯৯ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস। সর্বোচ্চ ৪২ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান করিম জানাত। তিনটি করে উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের জয়ে দারুণ অবদান রাখেন রাচিন রবিন্দ্র (৩/৩২) ও অনিকেত পারিখ (৩/৩৪)। বিকেএসপির দুই নম্বর মাঠে নেপালকে ৬৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। শাম্মু আশানের ৮১ রানের সুবাদে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ২৩০ রান করে দলটি। জবাবে ৪২ ওভার ১ বলে ১৬৫ রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস। বিকেএসপির তিন নম্বর মাঠে আয়ারল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে কানাডা। আর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশের গ্রæপ প্রতিদ্ব›দ্বী নামিবিয়াকে ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন