উত্তর : যে কোনো মূল্যে আপনার মাকে সন্তুষ্ট রাখা আপনার কর্তব্য। তবে যদি মা এমন কোনো কঠিন বা অযৌক্তিক বিষয় আপনার কাছে আশা করেন, যা আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে এটি শরিয়তের নির্দেশ না হলে অমান্য করলেও আপনার গোনাহগার হবেন না। এতে যদি মা অসন্তুষ্ট হন তবুও করার কিছু নেই। কিন্তু আপনি যথাসাধ্য চেষ্টা করছেন এবং মা’র সন্তুষ্টির প্রত্যাশা রাখেন, আপনার আচরণ এমন হতে হবে। মা’র সাথে কিছুতেই দুর্ব্যবহার করা যাবে না। সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাকে তার পাওনা সম্মান ও আদর দিতে। যে বিষয়টি আপনি পারছেন না, এর ফলে যে অসন্তুষ্টিটুকু মা’র হয়, আশাকরি এ জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। এখানে একটা বিষয় উল্লেখ্য যে, আপনি মূল পৈত্রিক সম্পত্তিতে বোনদের অংশ দিয়েছেন কি না। যদি না দিয়ে থাকেন তাহলে দিয়ে দিন। আর যদি এসবের বিনিময়ে কোনোকিছু তাদের দেয়ার জন্য মা এমন করে থাকেন তাহলে ব্যাপার ভিন্ন। তখন হিসাব ও সমঝোতা করে সব সমাধান করতে হবে। উত্তরের সবগুলো কথা ও পয়েন্ট আপনাদের সমস্যার সাথে মিলিয়ে দেখুন। প্রয়োজনে বিজ্ঞ মুফতি ও আলেমের সহায়তা নিন।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন