স্পোর্টস রিপোর্টার : ভারতের চেন্নাই শহরে অনুিষ্ঠত ৮ম চেন্নাই ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতায় শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৬১তম স্থান পেয়েছেন। ফাহাদ ১০ খেলায় ৬ পয়েন্ট অর্জন করেন। রোববার অনুষ্ঠিত দশম বা শেষ রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের সাদওয়াানী রৌনককে হারান। রাশিয়ার গ্র্যান্ড মাস্টার বিলাউস ভøাদিমির ৮.৫ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে চ্যাম্পিয়ন হন। ১১টি দেশের ২০জন গ্র্যান্ড মাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ২৩ জন আন্তর্জাতিক মাস্টারসহ ২১৪ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন