রাজধানীর মোহাম্মদপুরে সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৫) এক শিশুর মৃত্যু হয়েছে। মোহাম্মদপুর বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
এদিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী জানান, মোহাম্মদপুর ঢাকা উদ্যান সংলগ্ন বেড়িবাঁধের রাস্তায় আহতাবস্থায় শিশুটি পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। কোনো এক যানবাহনের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়েছে বলেও জানান তিনি। তার নামপরিচয় কিছু জানাতে পারেনি কেউ। পরনে প্যান্ট ছিলো।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন